ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো না করা হতাশাজনক হবে: সাকিব

বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, টাইগারদের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফরকারীদের বিপক্ষে অনেক ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে না পারলে তা বাংলাদেশের জন্য হতাশাজনক হবে। ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক খর্বশক্তির দল ঘোষণার বিষয়ে আলাপকালে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।

করোনা পরবর্তী মাঠে ফেরার পর থেকেই টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্যারিবীয়রা বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে বেশ কয়েকজন তারকা ও সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই। কাগজে-কলমে দুর্বল দলটির বিপক্ষে বাংলাদেশের তাই প্রাপ্তির সম্ভাবনার চেয়ে হারানোর শঙ্কাই বেশি।

সাকিবের তাই হুশিয়ারি, নিজেদের সামর্থ্য বিচারে এই দলের বিপক্ষে খুব ভালো করতে হবে টাইগারদের।

রবিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব বলেন, ওয়েস্ট ইন্ডিজ যে দুইটা দল দিয়েছে, আমি মনে করি ওদের বিপক্ষে যদি খুব বেশি ভালো করতে না পারি তাহলে সেটা হতাশাজনক হবে। আমাদের খুবই ভালো করা উচিৎ।

আরো পড়ুন>>> দেশে ফিরে বাবা হওয়া নিয়ে যা বললেন সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব নেই প্রায় দেড় বছর ধরে। জানুয়ারিতে ক্যারিবীয় সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজের বা দলের প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব। ক্যারিবীয়রা বাংলাদেশ সফরে আসায় তাদের জানিয়েছেন ধন্যবাদ।

সাকিব বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি তো চলছিলোই। শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা যেটা পরে হয়নি। ওয়েস্ট ইন্ডিজ আসছে এজন্য খুশি, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। তাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আমি রোমাঞ্চিত।

স্বাআলো/এস