আগামী ১৪ ফেব্রুয়ারি দেশের ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওইদিন খুলনা বিভাগের ছয়টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা ও বাঘারপাড়া পৌরসভায়, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভায়, সাতক্ষীরা পৌরসভায় এবং বাগেরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের এই নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারির মধ্যে।
স্বাআলো/আরবিএ