পনেরদিন বাৎসরিক অবকাশ শেষে খুলেছে সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রবিবার সকাল থেকে এসব আদালতের কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশ চলে। অবকাশকালীন সময়ে ওই সব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ ছিল। তবে এই ছুটির আওতাবহির্ভূত ছিল সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতসমূহ।
স্বাআলো/এসএ