নতুন বছরের অনুষ্ঠানে মদ পান, পাঁচ তরুণের মৃত্যু

রাজশাহীতে নতুন বছর উদ্যাপন উপলক্ষে মদ পানে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার রাত সোয়া ৮টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়াও হেঁতেম খার কলপ (২২) নামে একজনের অবস্থা সংকটাপন্ন।

মৃতরা হলেন, নগরীর হোসনীগঞ্জের ফাইসাল (২৮), বাগমারা উপজেলার শান্তাপাড়ার সজল (২৫), নগরীর বাকির মোড়ের সাগর (২৫) ও হেঁতেম খার তুহিন (২৬) ও নগরীর কাদিরগঞ্জের মুন আহম্মেদ (২২)।

রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সাত জন তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সম্ভবত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বা নতুন বছরের অনুষ্ঠানে তারা মদ খেয়েছিল। এটা তারা পরিবারের কাছে গোপন রাখে। পেট ব্যথা ও অন্যান্য সমস্যার কথা বলে হাসপাতালে ভর্তি হয়। পরে মদ খাওয়ার কথা জানায়।

মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান বাদশা জানান, মদের মধ্যে বেশি পরিমাণ রেকটি-ফাইট স্পিরিট থাকায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কফিল উদ্দিন জানান, চারজনের ময়নাতদন্ত করা হয়েছে। চারজনের শরীরেই বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, কয়েকজন হাসপাতালে ভর্তির পর চিকিত্সক জানান তারা মদ পানে মারা যান।

স্বাআলো/এসএ