অপরাধের ধরণ পাল্টে যাচ্ছে যা মোকাবেলায় পুলিশকে আরো উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি।
সরকার প্রধান বলেন, সাইবার ক্রাইম, মানি লন্দারিং, মাদকসহ বিভিন্নও বৈশ্বিক অপরাধের ধরণ পাল্টে যাচ্ছে। এগুলো মোকাবেলায় পুলিশকে আরো সক্রিয় হতে হবে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের পুলিশ অনেক সুনাম কুড়াচ্ছে। বিশেষ করে নারী পুলিশ সদস্যরা তুলনামূলক সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা আরো বলেন, পুলিশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে কাজ করছে। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার এসে দেখে পুলিশের জন্য বাৎসরিক বরাদ্দ ছিল ৩০০০ কোটি টাকা কিন্তু বর্তমানে ২০২১ সালে বরাদ্দের পরিমাণ ১৬০০০ কোটি টাকা।
স্বাআলো/এসএ