বরগুনায় জালটাকাসহ গ্রেফতার ১

বরগুনার আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার গভীর রাতে আমতলী পৌরসভার অভিযান চালিয়ে বশির উদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে আব্দুল মান্নান ওরফে রনির(৩৫) কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করেছেন।

আমতলী থানা সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার কামড়াবাদ গ্রামের হাজী সেকান্দার আলীর পুত্র আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ আমতলী পৌরসভার বশির উদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থেকে জাল টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতে আমতলী থানা পুলিশের এসআই আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেন।

আমতলী থানার ওসি শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

স্বাআলো/আরবিএ