বাগেরহাটে নতুন জেলা প্রশাসকের যোগদান

বাগেরহাটে নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন এ.এন.এম ফয়জুল হক।

আজ রবিবার সকালে তিনি প্রথমে খানজাহান আলী(রঃ) মাজার জিয়ারত ও পরে জেলা শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করে কর্মস্থল জেলা কালেক্টরেট প্রথম অফিস করেছেন।

মাজার জিয়ারত ও বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুলেল শ্রদ্ধা জানানোর সময় নবাগত জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক  রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুজ্জামান, স্থানীয় সরকার উপ-পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ কালেক্টরেটের নির্বাহি ম্যাজিষ্ট্রেটগন।

আরো পড়ুন>>>বাগেরহাটে আ. লীগের সভাপতি টুকু, সম্পাদক হেমায়েত

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত এএনএম ফয়জুল হক কে গত ১৭ ডিসেম্বর জনপ্রশান বদলী করে বাগেরহাট জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। আর বাগেরহাটে কর্মরত জেলা প্রশাসক মামুনুর রশীদ কে কক্সবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে বদলী করা হয়।

স্বাআলো/আরবিএ