ভারতে শ্মশানের ছাদ ধসে নিহত ১৮

ভারতের উত্তর প্রদেশে শ্মশানের ছাদ ধসে ১৮ জন নিহত হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন।

রাজ্যের মুরাদনগরে এই ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টিতে শেষকৃত্যে আসা মানুষের উপর ছাদটি ভেঙে পড়ে। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন>>> বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গের রহস্য কী?

তবে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে বলে আশংকা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

স্বাআলো/এস