ভারতের উত্তর প্রদেশে শ্মশানের ছাদ ধসে ১৮ জন নিহত হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন।
রাজ্যের মুরাদনগরে এই ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টিতে শেষকৃত্যে আসা মানুষের উপর ছাদটি ভেঙে পড়ে। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন>>> বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গের রহস্য কী?
তবে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে বলে আশংকা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
স্বাআলো/এস