সংগীত শিল্পী আসিফ ও ন্যান্সির বাকযুদ্ধ গড়ালো আদালত পর্যন্ত। এ ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই তারকা। দুজনেই প্রস্তুতি নিচ্ছেন আইনী লড়াইয়ের।
বিতর্কের শুরু টেলিভিশন টকশোর মধ্য দিয়ে। সাক্ষাৎকারে ন্যান্সিকে পাগল বলায় গতবছরের জুলাই মাসে আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেন নাজমুন মুনিরা ন্যান্সি।
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, উনি অনেকদিন ধরেই আমাকে নিয়ে অপ্রাসঙ্গিক কথা বলে আসছেন। একজন মানুষ বা নারী হিসেবে আমি এই অসম্মান নিতে পারি নাই।
আরো পড়ুন>>> জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হলেন তাহসান
অন্যদিকে ন্যান্সির অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন আসিফ। বিভিন্ন সময়ে ন্যান্সীকে মানসিক ও আর্থিকভাবে সহায়তা করেছেন বলেও দাবি করেন তিনি।
আসিফ আকবর বলেন, ন্যান্সি যখন মানসিকভাবে অসুস্থ ছিলো, দুঃসময় ছিলো তখন আমি তার পাশে ছিলাম। এগুলো সব সাজানো মামলা। তার সাথে একটি চক্র আছে।
আগামী ১৪ই ডিসেম্বর বিশ্ব ভালোবাসা দিবসের দিন আদালতের কাঠগড়ায় উঠবেন বাংলা রোমান্টিক গানের দুই তারকা শিল্পী।
আরো পড়ুন>>> প্রভার ১৫ সেকেন্ডের ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া (ভিডিও)
আসিফ আকবর বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। মামলার তারিখ ১৪ই ফেব্রুয়ারি দেয়া হয়েছে। এখন এটাকে আইনিভাবেই মোকাবেলা করতে হবে।
এর আগেও আসিফের বিরুদ্ধে বিভিন্ন কারণে মামলা হয়েছে। সেগুলো এখনো বিচারাধীন। আসিফের তথ্য অনুযায়ি মামলার সংখ্যা ১০টি।
স্বাআলো/এস