চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দু’দিন পর তিন বছরের শিশু রোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৮টায় জেলা সদর হাসপাতালের টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশু রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া (ভেলুর মোড়) মহল্লার সুজনের ছেলে।
কবর থেকে পীরের লাশ তুলে পালানোর সময় ৪ শিষ্য আটক
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, রোহান গত ৩১ ডিসেম্বর বিকেল ৩ টায় নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার সন্ধান না পেলে গতকাল শুক্রবার রাতে থানা পুলিশকে অবহিত করে।
পরে, বিভিন্ন স্থানে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং একপর্যায়ে জেলা শহরের বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতালের সিসিটিভির ফুটেজের মাধ্যমে শিশুকে একজনের কোলে দেখতে পায়।
এতে সন্দেহ হলে তারা হাসপাতাল চত্বরে পুলিশ তল্লাশি চালায় এবং একপর্যায়ে টয়লেটের ট্যাংকি থেকে শনিবার রাত পৌনে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্বাআলো/এসএ