সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ফিরোজ মাহমুদ সোহেল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল উপজেলার রামখানা শিয়ালকান্দা গ্রামের বাসিন্দা।

আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন রামখানা ইউপি চেয়ারম্যান আলীম সরকার।

রামখানা ইউপি চেয়ারম্যান জানান, শনিবার সন্ধ্যায় সোহেল রামখানা হতে মোটরসাইকেল যোগে তার বোনের বাড়ী নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। সে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী কমিল (এমএ) মাদরাসার সামনে পৌঁছালে ভুরুঙ্গামারী থেকে আসাসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর হয়। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেলে নেয়ার পথে রাত ৯ টার দিকে সে মারা যায়।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/আরবিএ