আইপিএল থেকে ফেরা ও ধোনির সাথে অবসরের কারণ জানালেন রায়না

গত বছর আইপিএলের প্রাক্বালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সুরেশ রায়না। এরপর আইপিএল খেলতে আরব আমিরাতে পাড়ি জমালেও চেন্নাই সুপার কিংস ছেড়ে আসর শুরুর আগেই বাড়ি ফেরেন। দুই ঘটনার কাহিনী অবশেষে মুখ খুললেন রায়না।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে অবসরের ঘোষণা দেন ধোনি। তার কয়েক ঘণ্টা পর রায়নাও জানান অবসরের সিদ্ধান্ত। তারকা এই ক্রিকেটার জানিয়েছেন, ধোনির সাথে তার বন্ধুত্বের প্রতি সম্মান রেখেই একই দিনে দুজনে অবসর নেন।

আরো পড়ুন>>> ‘প্রিন্স অব ক্যালকাটা’র সর্বশেষ শারীরিক অবস্থা

রায়না বলেন, আমার মনে হয়েছিলো, এটাই সঠিক সময়। আমাদের বন্ধুত্বটা একেবারে অন্য রকমের। দেশের হয়ে এবং আইপিএলে আমরা দুজনে একসঙ্গে প্রচুর ম্যাচ জিতিয়েছি। আমরা সেইভাবেই পরিকল্পনা করেছিলাম। আর মনে হয়েছিলো সেটাই ভালো হবে। আর তাই করেছিলাম।

রায়না জানান, আমার কোনো আফসোস নেই। আমার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। পরিবারের কাছে ফিরতে আমি মরিয়া ছিলাম।

‘পাঞ্জাবে আমার পরিবারে একটি ঘটনা ঘটে। পরিবারের পাশে থাকা তখন বেশি প্রয়োজন ছিলো। মহামারীর এই সময়ে আমার স্ত্রীও আমাকে পাশে চাইছিলো। আমি ২০ বছর ক্রিকেট খেলেছি, জানি আবার খেলবো। কিন্তু যখন পরিবারের দরকার, তখন তাদের পাশে থাকাটা ভীষণ জরুরী। সেই সময় ওটাই মনে হয়ে ছিলো সঠিক সিদ্ধান্ত।’- বলেন রায়না।

স্বাআলো/এস