ঢাকা: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় দায়েরকৃত অস্ত্র ও মাদক মামলা থেকে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ইন্সপেক্টর (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন>>> আদালতে ইরফান সেলিম ও তার বডিগার্ড
তিনি বলেন, ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানার অস্ত্র ও মাদক আইনের মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত আদালতের সাধারণ নিবন্ধন শাখায় তা জমা পড়েনি।
স্বাআলো/এস