ট্রে‌নের ব‌গি লাইনচ্যুত, ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জের কু‌লিয়ারচ‌রে এক‌টি মালবাহী ট্রে‌নের ব‌গি লাইনচ্যুত হ‌য়েছে। এতে ভৈরব-‌কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

সোমবার সকাল ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-‌ভৈরব রু‌টের কু‌লিয়ারচর উপ‌জেলার ছয়সূ‌তি এলাকায় এ ঘটনা ঘ‌টেছে।

আরো পড়ুন>>> ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

‌কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের ভারপ্রাপ্ত স্টেশ‌ন মাস্টার জয়নাল মিয়া জানান, জামালপুর জেলার দুর্মুর এলাকা থে‌কে স্লিপার ও পাথর বোঝাই এক‌টি মালবাহী ট্রেন চট্টগ্রা‌মের ইমামবা‌ড়ি যা‌চ্ছিলো। কু‌লিয়ার উপ‌জেলার ছয়সূ‌তি স্টেশ‌নের অদূ‌রে মধুয়ারচর এলাকায় ট্রেন‌টির এক‌টি ব‌গি লাইনচ্যুত হ‌য়ে প‌ড়ে। এতে ভৈরব-ময়মন‌সিংহ ‌রু‌টে সব ধর‌নের ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে।

আখাউড়া থে‌কে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থ‌লের দি‌কে রওয়ানা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্টেশন মাস্টার জয়নাল মিয়া।

স্বাআলো/এস