চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ও দুপুরে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, উপজেলার কুড়ুলগাছির ধান্যঘরা গ্রামের আব্দুল হাকিম (৪২) ও চিৎলা নতুনপাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে আলিফ হোসেন (৯)। আলিফ চিৎলা দারুল আরকাম নূরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধান্যঘরা গ্রামে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন আব্দুল হাকিম।
আরো পড়ুন>>>চুয়াডাঙ্গায় প্রতিবেশীর লাঠির আঘাতে কৃষক নিহত
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার চিৎলা গ্রামে ইজিবাইকের ধাক্কায় মাদ্রসার শিশু শ্রেনীর ছাত্র আলিফ হোসেন নামে ৭বছরের এক শিশু মৃতু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/আরবিএ