যশোরে: নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনার সাথে যশোরে উদযাপিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করেন নেতাকর্মীরা।
বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা ছাত্রলীগের ব্যনারে শহরে শোভাযাত্রা বের করা হয়। এমএম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয় এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
দুপুরে শোভযাত্রা বের করে যশোর সদর উপজেলা ও পৌর ছাত্রলীগ। পরে তারা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ সময় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, বিএম জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেয়োয়ান হোসেন মিথুন, সদস্য তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাআলো/ডিএম