প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ঢাকা: আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিতে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমাসের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন এই ছাত্রলীগ। এই দেশের ইতিহাসের সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি অর্জনে ছাত্রলীগের অংশীদারিত্ব রয়েছে। জনপ্রিয় সংগঠন হিসেবে ছাত্রলীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ বছর মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ গুরুত্ব রয়েছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিদর্শন হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী জাতির পিতার আদর্শকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাআলো/ডিএম