‘বঙ্গবন্ধুর আহবানে ১৮ হাজার নেতাকর্মী মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলেন’

শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী স্থলবন্দর বেনাপোলে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে পালন করে বেনাপোল পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ সোমবার বিকালে বেনাপোল পৌর ছাত্রলীগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় আওয়ামী দলীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভা যাত্রাটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বেনাপোল পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান তনির সভাপতিত্বে প্রধান অথিতি মেয়র লিটন বলেন, ১৯৭৫ সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ এর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলে পাকিস্তানি প্রেতাত্মারা। বিএনপির জিয়াউর রহমান এর ছড়ানো অস্ত্রের ঝনঝনানি ছাত্র রাজনীতি অপরাজনীতির পরিণত হলো। অনেকে জীবন দিয়ে চলে গেছেন। বঙ্গবন্ধু পল্টনের বিশাল জনসভার ভাষণে বলেছিলেন বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। প্রায় ১৮ হাজার ছাত্রলীগ নেতা কর্মী মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলেন।

আরো পড়ুন>>>বেনাপোলে শ্বাসরোধ করে যুবককে হত্যা

আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের  সাবেক সভাপতি  রুহুল কুদ্দুস ভুইয়া, সাবেক সহসভাপতি ও বেনাপোল প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টুসহ আরো অনেকে।

স্বাআলো/আরবিএ