বাগেরহাটে শিক্ষা অফিসারের কক্ষের সব পুড়ে ছাই

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় অফিসের কাগজপত্র পুড়ে গেছে।

বৈদ্যুতিক সর্টসাকিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফকিরহাট উপজেলা নির্বাহি অফিসার তানভীর রহমান জানান, গভীর রাতে সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কক্ষে থাকা সকল জিনিসপত্র পুড়ে গেছে। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্বাআলো/ডিএম