অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রয়োগ যুক্তরাজ্যে শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে বলে আভাস দেন তিনি। এদিকে, করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় দেশজুড়ে লকডাউন দেয়ার দাবি দেশটির বিরোধী দলের।
নতুন ধরনের করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুক্তরাজ্যে বেড়ে চলা করোনার সংক্রমণ মোকাবিলায় জোরদার করা হচ্ছে টিকাদান কার্যক্রম। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পর এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি সোমবার (৪ জানুয়ারি) শুরু করলো দেশটি।
ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৫৩ লাখ ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে। প্রথম ধাপে এই টিকা দেওয়ার জন্য অগ্রাধিকারে কারা থাকবেন তা চিহ্নিত করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য পরিষেবা কর্মী, সামাজিক সেবাকর্মী, প্রবীন নিবাসের বাসিন্দা ও ৮০ বছরের বেশি বয়সী লোকজন প্রথম ধাপে এই টিকা পাবেন।
স্বাআলো/আরবিএ