রংপুরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে উদযাপন হয়েছে। রংপুর জেলা ও মহানগর ছাত্রলীগ এদিন বিভিন্ন কর্মসূচি উদযাপন করে।

আজ সোমবার রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুমন সরকার ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কাননের নেতৃত্বে জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিয়ার রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফের নেতৃত্বে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১০টায় নগরীর কাচারী বাজারস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বিকালে কেক কাটা শেষে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুষ্ঠান প্রচার করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিক হাসান, শরিফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, সোহেল রানা সনি, সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদ, বেলাল হোসেন আপেল, দপ্তর সম্পাদক আলামিন হোসেন টুটুল ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, মহানগর ছাত্রলীগ নেতা সজিব প্রমুখ।

আরো পড়ুন>>> রংপুরে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: মহাসড়কে বিক্ষোভ,পুলিশের বিরুদ্ধে মামলা

১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কার্জন হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্ববে রূপদানের ইতিহাস।

স্বাআলো/আরবিএ