সড়কের দুইধার দখল করে বাড়ি নির্মাণ, চলাচলে চরম দুর্ভোগ

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি রেকর্ডভুক্ত সড়কের দুইধার অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। এতে করে পোল্ট্রি ফার্মের গাড়ি চলাচল বন্ধসহ প্রায় ৫০-৬০টি পরিবারের লোকজনের চলাচলে চরম দুর্ভোগ হয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত সড়ক দখল মুক্ত করার দাবি জানিয়ে রংপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ মাস্টারপাড়া গ্রামের লোকজন প্রায় ৪০ বছর থেকে যাতায়াতে প্রায় ৭৫০ মিটার সরকারি রেকর্ডভুক্ত ১৬ ফিট সড়ক ব্যবহার করে আসছেন। সম্প্রতি সড়কের দুই পাশের বাসিন্দা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী কাজল মিয়ার নেতৃত্বে সাবু মিয়া, সবুজ মিয়া, সুজা মিয়া, লেবু মিয়া ও জাহাঙ্গীর হোসেন সড়কের দুই ধারের জায়গা দখল করে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করেন।

এতে সড়কটি সংকোচিত হয়ে বর্তমানে ১৬ ফিটের স্থলে মাত্র ৬ ফিট হয়েছে। সড়কটি সংকোচিত হওয়ার ফলে ওই গ্রামে থাকা আখিঁমনি পোল্টি ফার্মের গাড়ি চলাচল বন্ধসহ লোকজনের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন>>>রংপুরে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা: মহাসড়কে বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে মামলা

ক্ষতিগ্রস্ত পোল্টি ফার্মের মালিক আকতারুজ্জামান লুলু, গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, লাল মিয়া, আনোয়ার হোসেন, বাদশা মিয়াসহ গ্রামবাসীরা জানান, কাজল মিয়া জেলা প্রশাসক কার্যালয়ের প্রভাব খাটিয়ে সড়কটি অবৈধ ভাবে দখল করে বাড়ি নির্মাণ করেন। এতে তারা চরম দুর্ভোগে পড়েছেন। সড়কটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত কাজল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

স্বাআলো/আরবিএ