সাতক্ষীরার শিবপুরে মজুমদারের খালপাড় মাছের ঘের থেকে রিংকু মল্লিক (২২) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়। রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছে রিংকু মানুসিক ও শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/আরবিএ