লালমনিরহাট: কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি লালমনিরহাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিটের তিন ঘণ্টার বিরামহীন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান জানান, গোডাউনের ভিতরে একটি ট্রক্টর, কৃষি সরঞ্জমাদিসহ কাঠের কিছু ফার্নিচার রক্ষিত ছিল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কিছু ফার্নিচার এবং কৃষি সরঞ্জামাদির ক্ষতি হয়েছে। গোডাউনের ভিতরে ধোয়ার পরিমাণ বেশি থাকায় ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। পরবর্তিতে দেখে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
লামনিরহাট জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যদের চেষ্টায় ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে গোডাউনটি রক্ষা করা গেছে। ইলেক্ট্রিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।
স্বাআলো/এসএ