চলতি সপ্তাহেই বাংলাদেশে আসছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ পদে নেইল ম্যাকেঞ্জির উত্তরসূরি হতে যাচ্ছেন ইংল্যান্ডের জন লুইস। বৃহস্পতিবার (৭জানুয়ারি) বাংলাদেশে পা রাখবেন জন লুইস। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সাক্ষাত করবেন তিনি।

জানুয়ারিতে টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজেই জন লুইসকে ব্যাটিং কোচ হিসেবে পাবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

যদিও কতদিনের জন্য জন লুইসকে নিযুক্ত করা হবে তা এখনো চূড়ান্ত নয়। বৃহস্পতিবার বিসিবির সাথে লুইসের সাক্ষাতপর্ব শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চুক্তির মেয়াদ।

আরো পড়ুন>>> ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

৫০ বছর বয়সী লুইস ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডারহামের প্রধান কোচের পদ সামলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে করেছেন ১০ হাজার ৮২১ রান। লিস্ট এ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে করেছেন ৪৭৪৭ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি এবং লিস্ট এ ক্রিকেটে ১টি শতক আছে তার। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

স্বাআলো/এস