গত দুর্গাপূজার আগে থেকে স্বামী রোশানের সঙ্গে থাকছেন না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তারপর এ জুটির মনস্তাত্ত্বিক টানাপোড়েন সামনে আসে, যা তিক্ততা বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু দূরত্ব ভুলে কাছে আসছেন শ্রাবন্তী-রোশান! অন্তত শ্রাবন্তীর গত কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে তাই ধারণা করছেন নেটিজেনরা।
আরো পড়ুন>>> প্রভার ১৫ সেকেন্ডের ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া (ভিডিও)
সোমবার এক পোস্টে শ্রাবন্তী লিখেছেন- কঠিন পথ সবসময়ই সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। এদিন আরেকটি ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। তাতে কোনো ক্যাপশন দেননি, শুধু ‘মন মস্তমগন’ শিরোনামের গান ব্যাকগ্রাউন্টে বাজতে থাকে। এদিন শ্রাবন্তী আরেকটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়—পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন- ভেতরের উজ্জ্বলতা নিভিয়ে দেয়ার ক্ষমতা কারো নেই।
কথাগুলোর মধ্যে জিতে যাওয়ার এবং সাফল্যের শক্তি আঁচ করছেন শ্রাবন্তীর অনুরাগীরা।
তবে মঙ্গলবার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, উঠো এবং জ্বলো। নতুনভাবে শুরু করো। বিশেষ করে এই পোস্টের পরই নেটিজেনদের প্রশ্ন—তবে কি রোশান ফিরেছেন শ্রাবন্তীর কাছে! নতুন বছরে জীবনটা নতুন করে সাজাচ্ছেন তারা! যদিও বরাবরের মতো এবারো চুপ শ্রাবন্তী-রোশান।
স্বাআলো/এস