নড়াইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

নড়াইল: নড়াইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, কাজী হাফিজুর রহমানসহ অনেকে।

নড়াইলে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নবাগত জেলা প্রশাসককে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার উন্নয়নসহ বিভিন্ন সৃজনশীল কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন এবং তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।

স্বাআলো/এসএ