পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১০ জানুয়ারি)। ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আসরের জন্য প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকা কর্তৃপক্ষ মঙ্গলবার প্রকাশ করেছে।
পিএসএল ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বিশ্বের নামকরা ২৫ জন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশের ক্রিকেটাররা আছেন।
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্লাটিনাম তালিকায় আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ। তবে দল পেলেও এই টুর্নামেন্টে তার খেলা হবে কিনা তা অনিশ্চিত। কারণ এই টুর্নামেন্টটির সময়ে আবার বাংলাদেশের নিউজিল্যান্ড সফর করার কথা।
আরো পড়ুন>>> ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড
এই তালিকায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে আছেন ইমরান তাহির, কলিন ইনগ্রাম, রাইলি রুশো, ডেভিড মিলার, রাসি ফন ডার ডুসেন, ডেল স্টেইন ও মরনে মরকেল। উল্লেখ্য, মরনে মরকেল বর্তমানে বিগ ব্যাশে অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলছেন।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে আছেন ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো। ইংল্যান্ডের আছেন ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলি, ডেভিড মালান ও টম ব্যান্টন।
আফগানিস্তানের তিনজন আছেন, মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে আছেন থিসারা পেরেরা ও ইসুরু উদানা। একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে ক্রিস লিন ও একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আছেন সন্দীপ লামিচানে।
স্বাআলো/এস