মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ করায় এক দম্পতিকে শাসানোর অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কর্মকর্তার বিরুদ্ধে।
ভুমিহীন মশিয়ার রহমান-মনিজা বেগমকে উদ্দেশ্য করে ওই কর্মকর্তা বলেছেন, পোষালে এ ঘরে থাকেন, না পোষালে জমি কিনে বাড়ি করেন। মশিয়ার-মনিজার বাড়ি ওই উপজেলার নবীনগরে।
ওই উপজেলার নবীনগর আশ্রয়ন প্রকল্পে-২ ঘর নির্মাণে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেন মশিয়ার -মনিজা । ৩১ ডিসেম্বর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন করা হয়।
অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও । তিনি বলেছেন, সরকারি নিময় মেনেই ঘর নির্মাণ হচ্ছে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অশ্রায়ন-২ প্রকল্পের অধীনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ১২৩টি ঘর নির্মাণ করা হবে। ইতোমধ্যে ১১৫টি ঘর নির্মাণের কাজ চলছে। দুই শতাংশ খাস জমির ওপর প্রতিটি টিন শেড ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৩৯৪ বর্গফুটের ওই বাড়িতে নির্মাণ করা হচ্ছে দুটি কক্ষ, রান্নার জায়গা ও একটি টয়লেট।
মশিয়ার রহমান-মনিজা বেগম বলেন, ঘর নির্মাণের সময় প্রথম দিকে কম সিমেন্ট ব্যবহার করা হয়। গাঁথুনির পর পানি দেয়া হচ্ছিল না। ইউএনও পরিদর্শনে এলে আমরা তার কাছে অভিযোগ করি।
আরো পড়ুন>>>শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস
এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের বলেন, পোষালে এ ঘরে থাকেন, না পোষালে জমি কিনে বাড়ি করেন। আপনারা যদি এতই বড় লোক তাহলে জমি কিনে নিজের মত বাড়ি করেন। এ সময় আমাদের গালিগালাজ করেন। ফলে আমরা বাধ্য হয়ে খাওয়ার জন্য রাখা ধান বিক্রি করে পাম্প কিনে করে নির্মাণাধীন ঘরে পানি দিচ্ছি।
হামিদার রহমানও নিজের টাকায় পাম্প কিনে ঘরে পানি দিচ্ছেন। তিনি বলেন, ঘরের ইট গাঁথুনির পর পানি দেয়া হচ্ছে না। যেহেতু ঘরে পরিবার নিয়ে থাকবো। সেহেতু ঘরের কাজ শক্ত করতে নিজেই পানি দিচ্ছি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, এস্টিমেটের মধ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। উপজেলা চেয়ারম্যান নিজেই তদারকি করেছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের ঘরগুলো ভালোভাবে নির্মাণ করতে বাস্তবায়ন কমিটি আছে। তাদের ওখানে সার্বক্ষণিক থাকার কথা। কাজ খারাপ করার সুযোগ নেই। কাজ সম্পন্ন করতে আমরা নিয়মিত মনিটরিং করছি। তারপরও যদি অনিয়মের অভিযোগ উঠে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/আরবিএ