বেনাপোল: যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ২২ বোতল ফেনসিডিলসহ ও একটি মোটরসাইকেলসহ আইনজীবী মিজানুর রহমান বিপ্লবকে (৪৬) আটক করেছে।
আজ মঙ্গলবার টেংরা মোড় এলাকা থেকে তাকে করা হয়।
তিনি যশোর কোতোয়ালি থানার ষ্টেডিয়াম পাড়ার বাসিন্দা ও যশোর কোর্টের আইনজীবী বলে নিশ্চিত করেছে পুলিশ।
মণিরামপুরে নারী স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিট, মেডিকেল অফিসার আটক
শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন আইনজীবী ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাবে।
এ ধরনের সংবাদে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল ও একটি ভেসপা মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
স্বাআলো/এসএ