বাগেরহাটে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে ৩২০ পিচ ইয়াবাসহ জাহাঙ্গির হাওলাদার (৪৮) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় জাহাঙ্গির ও তার ছেলে রাজু হাওলাদারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজু হাওলাদার পলাতক থাকায় তার পিতাকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটে বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারী আটক

মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ স্বাধীন আলোকে জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার দিনগত রাতে উপজেলার জিউধরা গ্রামে অভিযান চালিয়ে ৩২০ পিচ ইয়াবাসহ জাহাঙ্গির হাওলাদারকে গ্রেফতার করা হয়। তবে মূল বিক্রেতা তার ছেলে রাজু রাতে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পিতা-পুত্রকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি জাহাঙ্গিরকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্বাআলো/এসএ