বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়া উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার দশপাখিয়া বিলের মধ্যে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। লাশটি গলে গেছে। পরনে লালরঙের পোশাক রয়েছে। একটি পায়ের অনেকখানি হাড় বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি কোরো নারীর মরদেহ।

বাঘারপাড়া থানা ওসি ফিরোজ উদ্দীন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। দেখে মনে হচ্ছে লাশটি কমপক্ষে এক মাস আগের। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।

স্বাআলো/ডিএম