ব্রহ্মপুত্র চরে বাদামের বাম্পার ফলন

দফায় দফায় বন্যা আর নদী ভাঙ্গনে বসতভিটা হারিয়েও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে ব্যাহত করতে পারেনি কুড়িগ্রামের কৃষকদের।নদীর চরে বাদাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। বিভিন্ন প্রজাতের বাদাম চাষ করে এ অঞ্চলের মানুষেরা ভাগ্য বদলাতে নিরলস ভাবে ব্যস্ত সময় কাটাচ্ছে। কদিন আগে যে ব্রহ্মপুত্রের তীরে ধূঁ-ধূঁ বালু চর দেখা গিয়েছিল সেখানে আজ সবুজের সমারোহ।

সরেজমিনে দেখা যায়,কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্রের তীরবর্তী মোহনগঞ্জ ও রাজীব পুরে বাদামের ভালো ফলন হয়েছে।

রাজীব পুরের বাদাম চাষী আবু তালেব বলেন, আট বিঘা জমিতে বাদাম চাষ করেছি।,গত বছরের চেয়ে এবারে বাদামের দাম ভালো, ফলনও ভালো হয়েছে। বিঘা প্রতি আট থেকে দশ মণ হয়েছে যা অনান্য বছরের তুলনায় অনেক ভাল। বর্তমান বাজারে বাদাম মণ প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা বিক্রি করতেছি।

আরো পড়ুন>>>দৃশ্যমান হচ্ছে হারানো খড়ম

চর মোহনগঞ্জের এনামুল হোক বলেন, এবারে বাদাম চাষ করে বেশ লাভবান হবো।কেননা বাজারে বাদামের চাহিদা ভালো থাকায় দামও ভালো পাচ্ছি। পাইকাররা জমি থেকে ভালো দামে বাদাম কিনতেছ। আশা করি বিঘা প্রতি খরচ বাদে আট-দশ হাজার টাকা লাভ থাকবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমি গত মাসে চর রাজীবপুর গিয়েছিলাম। সেখানে বাদামের ভালো ফলন হয়েছে। আশা রাখি এবারে চাষিরা বাদামের ভালো দাম পাবে।তাদের ঘুরে দাঁড়ানো চেষ্টা সার্থক হবে।

স্বাআলো/আরবিএ