রংপুরে হিন্দু পাড়ায় তাণ্ডবের মামলায় ৪৪ আসামি কারাগারে

রংপুর: রংপুরের সদরের পাগলাপীর ঠাকুরদাস হিন্দু পাড়ায় হামলা চালিয়ে বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া মালামাল লুটসহ তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় ৪৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা

আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।।

পরে কঠোর পুলিশী পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর ঠাকুরপাড়া এলাকার টিটু রায় ফেসবুকে মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট দেন। ৬ নভেম্বর টিটু রায়ের বিরুদ্ধে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

এ ঘটনার জের ধরে ওই বছরের ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে প্রতিবাদ বিক্ষোভ হয়। এসময় হিন্দু পল্লীর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। মামলায় ২১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ৪৪ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্বাআলো/এসএ