আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন শাহের নামে কুষ্টিয়ায় স্থাপন হচ্ছে ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে সরেজমিন তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে ইউজিসি চেয়ারম্যান বরাবর চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, কুষ্টিয়া হাউজিং স্টেটের প্লট নম্বর ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানিয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফওজিয়া আলম।
আরো পড়ুন>>> করোনা ভ্যাকসিনে বরাদ্দ বেড়ে ৬ হাজার ৭৮৬ কোটি টাকা
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে মোট ১০৮টিতে দাঁড়াবে।
স্বাআলো/এস