সব দেশেই করোনা টিকা রফতানির অনুমোদন আছে: সেরামের সিইও

ভারত থেকে সব দেশেই টিকা রফতানির অনুমোদন আছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা।

মঙ্গলবার টিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে টুইট করে এ কথা জানান সেরাম ইনস্টিটিউটের সিইও। টুইটে তিনি জানান, যে কোনো দেশে টিকা রফতানির অনুমোদন রয়েছে।

আরো পড়ুন>>> চূড়ান্ত হলো করোনা ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা

এর আগে, রবিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন চূড়ান্ত অনুমোদন দেয় ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। যদিও দুটি টিকাই ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ পার হয়নি এখনো। পরিস্থিতি বিবেচনায় অনেকটা তাড়াহুড়ো করেই জরুরি ব্যবহারে টিকার অনুমতি দেয় ভারতীয় প্রশাসন।

স্বাআলো/এস