আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে আসামি ছিনিয়ে নেয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাতে সদরের মিঠাপানির ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক টেকনাফ সদর উপজেলার মিঠাপানির ছড়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান কক্সবাজার জানান, মঙ্গলবার রাতে টেকনাফ সদর রাজারছড়া এলাকা থেকে মাদক মামলাসহ ১১টি মামলার পলাতক আসামি মাদককারবারী শামসুল আলমকে আটক করে থানায় নিয়ে আসার পথে মিঠাপানি ছড়া গ্রামে পৌঁছালে আটক আসামির সহযোগীরা অস্ত্র-শস্ত্র নিয়ে ব্যারিকেড দেয়।

এ সময় আটক শামসুলকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত এবং খোরশেদ আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আরো পড়ুন>>>কক্সবাজার সৈকতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জাকারিয়া মাহমুদ বলেন, রাতে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার বুকে বাম পাশে গুলির আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

স্বাআলো/আরবিএ