করোনার ভ্যাকসিন নিলেন অভিনেত্রী নওশীন, জানালেন অনুভূতি

ক্যারিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী হিসেবে। বলছি এক সময়ের ব্যস্ত তারকা নওশীন নাহরিন মৌয়ের কথা।

সবাই তাকে নওশীন নামেই চেনেন। স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সন্তান নিয়ে বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকারই বাসিন্দা তিনি।

আমেরিকাবাসী হিসেবে নিয়মিতই ভোগ করেন উন্নত বিশ্বের নাগরিকদের সুবিধা। করোনার ভ্যাকসিন গ্রহণেও থাকলেন এগিয়ে। সম্প্রতি তিনি নিয়েছেন করোনার ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় ওই ভ্যাকসিন পেয়ে গেছেন তিনি।

আরো পড়ুন>>> নতুন বছরে জোড়া লাগছে শ্রাবন্তীর ভাঙা সংসার!

বিষয়টি নওশীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। তিনি ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।

প্রথম ডোজ নেয়ার পর এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে পোস্ট করা ছবির কার্ড থেকে জানা যায়, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন নওশীন। আরো একটি ডোজ তাকে নিতে হবে।

স্বাআলো/এস