কুড়িগ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাকিল মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত শাকিল উপজেলার তবকপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাতে নিজ শয়ন কক্ষ থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উলিপুর থানার পুলিশের ওসি মোহাম্মদ আতিয়ার রহমান।

স্থানীয়রা জানান, শাকিল দীর্ঘ দিন ধরে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ চলে আসছিলো। এ কারণেই হয়তো বা দুশ্চিন্তায় সবার অজান্তে নিজ বাড়ির শয়ন ঘরে ধারণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

আরো পড়ুন>>>কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওসি জানান, নিহত শাকিলের প্রথম স্ত্রী চলে যায়। পরে আবার দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীও ছয় মাস আগে চলে যায়। মানসিক দুঃচিন্তার কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাছাড়াও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্বাআলো/আরবিএ