ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদন করার অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক।
গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ গণমাধ্যমকে বুধবার এ তথ্য জানান।
ডা. আসিফ মাহমুদ জানান, তাঁরা এই টিকার নাম দিয়েছেন ‘বঙ্গভ্যাক্স’।
দেশে করোনা সংক্রমণ ঘিরে ঘনিয়ে এসেছে চিন্তার মেঘ!
যেকোনো ওষুধ উৎপাদনের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি প্রয়োজন হয়। অধিদফতর গ্লোব বায়োটেককে এই ভ্যাকসিন উৎপাদনে অনুমতি দিয়েছে।
টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে আসিফ মাহমুদ জানান।
স্বাআলো/এসএ