ছেলের ভাইরাল ছবিগুলোর বিষয়ে যা বললেন শ্রাবন্তী

এই মুহূর্তে টলিউডে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই কৌতূহলে মেতে থাকে সিনেপ্রেমীরা। তবে এবার তিনি নয়, প্রেম নিয়ে আলোচনায় এলেন তার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়।

তিন বছর গোপনে প্রেম করে সম্প্রতি প্রেমিকাসহ নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন অভিমন্যু (ঝিনুক)। মডেল দামিনী ঘোষের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এমনটাই জানা গেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে।

বিষয়টি নিয়ে খোশগল্পে মেতেছেন কলকাতার নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে বিষয়টি।

এমন পরিস্থিতিতে ছেলের এই প্রেম নিয়ে কি ভাবছেন তার মা শ্রাবন্তী?

জবাবে বিষয়টি আগে থেকেই জানতেন বলে জানান শ্রাবন্তী। ছেলের প্রেমকে সমর্থন দিয়ে শ্রাবন্তী বলেন, আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।

সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের নেতিবাচক মন্তব্যেরই কর্ণপাত করেন না শ্রাবন্তী। তিনি জানান, মিম-ট্রোল আর ভাবায় না তাদের। নিজেদের মতো করে ভাল থাকতে ভালবাসেন তারা।

শ্রাবন্তী বলেন, জীবনে যাই আসুক নিজের কাজ দিয়ে নিজের উজ্জ্বল থাকতে চাই।

স্বাআলো/আরবিএ