টিকার প্রথম ট্রায়ালে সফল ইতালি, এক ডোজেই কার্যকারিতা

নতুন করোনা সংক্রমণের মধ্যে টিকা নিয়ে খুশির খবর দিলো ইতালি। দেশটির নিজেদের তৈরি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফল হয়েছে। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা যাবে। একইসঙ্গে অন্য টিকার যেখানে দুটি ডোজ লাগবে সেখানে এই টিকার একটি ডোজ নিলেই হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইতালির টিকার সবশেষ অবস্থা তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের চেয়ারম্যান লোকাতেল্লি।

বলেন, তাদের নিজেদের তৈরি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি দুই ধাপ সফলভাবে সম্পন্ন হলেই টিকা উৎপাদনে যাবে দেশটি।

দেশে করোনা সংক্রমণ ঘিরে ঘনিয়ে এসেছে চিন্তার মেঘ!

দেশটির বিশেষায়িত স্পাল্লাজানি হাসপাতালের তৈরি এই টিকার প্রধান বৈশিষ্ট্য হলো, মাত্র ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করার পাশাপাশি এই টিকা শরীরে একবার প্রয়োগ করলেই হবে। ইতালির রেইথেরা নামক প্রতিষ্ঠান টিকা তৈরি করবে।

প্রতিষ্ঠানটি জানায়, বছরে ১০ কোটি টিকা তৈরি করতে পারবে তারা।

এদিকে ইতালিতে এরইমধ্যে প্রায় ২ লক্ষ ২২ হাজার মানুষের দেহে ফাইজারের টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮২ হাজার মানুষ। মারা গেছেন ৭৬ হাজারের বেশি।

স্বাআলো/এসএ