চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে অটোরিকশার চাপায় মাসুম ওরফে রাসেল (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জোগানদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত অপর শিশু আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত শিশু মাসুম সদর উপজেলার সুন্দরপুর জোগানদারপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইসলামপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক রেজওয়ান জানান, সকালে শিশু মাসুম ও আব্দুল্লাহসহ ৩ বন্ধু মিলে বাড়ির পাশে খাদে খেলা করছিল। এসময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত স্থানে পড়ে গেলে অটোরিকশার চাপায় মাসুম মারা যায় এবং অপর শিশু আব্দুল্লাহ গুরুতর আহত হয়।
বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেয়ায় সংঘর্ষ: বরের চাচা নিহত, আটক ১২
গুরুতর আহত আব্দুল্লাহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এসএ