পটুয়াখালী: পটুয়াখালী জেলা শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকার শ্যামলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ১২টি গবাদিপশু পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি লেপ-তোষকের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করেন ক্ষতিগ্রস্থরা।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য রয়েছে-দুইটি সোনার দোকান, দুইটি পোল্ট্রি খাবারের দোকান, বস্ত্র ও দর্জি, মুদি মনোহরি এবং চায়ের দোকান।
রাতের আধারে দুই জেলায় ‘রহস্যজনক’ আগুনে পুড়লো বাস
ক্ষতিগ্রস্থ দেবাশীষ কর্মকার, রাজ্জাক মৃধা, ইলিয়াস মৃধা, শিবু কর্মকার, আলতাফ তালুকদার, জুয়েল মুন্সি জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসি। প্রথমে আমরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী ফায়ার সার্ভিস সহকারী পরিচালক নিজাম উদ্দীন জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৫ টার মত দোকান পুড়ে গেছে এবং বেশ কিছু পশু মারা গেছে।
বুধবার সদর ইউএনও লতিফা জান্নাতি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারিভাবে টিনসহ কিছু আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন উপস্থিত ক্ষতিগ্রস্থদেরকে।
পটুয়াখালী জেলা প্রশসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের নিরুপণ করে সরকারি সহায়তা প্রদান করা হবে।
স্বাআলো/এসএ