বাগেরহাটে গ্যারেজ মিস্ত্রির বসত বাড়ি পুড়ে ছাই

বাগেরহাটের চিতলমারি উপজেলায় আকবর শেখ নামের একজন সাইকেল গ্যারেজ মিস্ত্রির বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিনগত গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। দরিদ্র গ্যারেজ মিস্ত্রি আকবর উপজেলার পাটর পাড়া গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে।

 ক্ষতিগ্রস্থ আকবর শেখ ও প্রতিবেশীরা  জানায়, পরিহিতি কাপড় ছাড়া আমার আর কোন সম্বল নেই। ছেলে মেয়েদের স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বড় ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দেবে। এই মুহূর্তে থাকা খাওয়ার কোন ব্যবস্থা নেই।

আরো পড়ুন>>>বাগেরহাটে শিক্ষা অফিসারের কক্ষের সব পুড়ে ছাই

স্থানীয় ইউপি মেম্বার কৃষ্ণপদ গাইন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আকবর শেখ এলাকার একটি ওয়াজ মাহফিলে যায়। এর দুইদিন আগে তার স্ত্রী ও সন্তানেরা আত্মীয় বাড়ি বেড়াতে যান। প্রতিবেশিরা রাত ১১ টার দিকে ঘরে আগুন দেখে নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে। কিন্তু ঘরে বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডার থাকায় কেউ সাহস করে আগুন নেভাতে পারেনি। ফলে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।

চিতলমারী থানরা ওসি মীর শরিফুল হক জানান, খবর শুনেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

স্বাআলো/আরবিএ