বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৫৩২ পিচ ইয়াবাসহ খোকন তালুকদার (৪৩) নামের একজন পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে।
আটক খোকন উপজেলার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা।
শরণখোলা থানার ওসি সাইদুর রহমান বুধবার বিকেলে জানান, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ টার দিকে খোকন তালুকদারের বাড়িতে অভিযান চালায়।
আরো পড়ুন>>> বাগেরহাটে গ্যারেজ মিস্ত্রির বসত বাড়ি পুড়ে ছাই
এ সময় তার বাসভবনের নিজ কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
স্বাআলো/এসএ/এস