ভুরুঙ্গামারীতে বসতবাড়ীসহ গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি ২৫ লক্ষ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি, গোডাউনসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার বাসস্ট্যান্ডের পূর্বদিকে ভুরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী সেকেন্দার আলী ব্যাপারীর ৮ রুম বিশিষ্ট একটি বাসা পুড়ে যায়।

বাসটির একটি রুম কুমিল্লা বেকারি,, একটি রুম মেসার্স শিশির ট্রেডার্সের গোডাউন ছিলো। অপর দিকের ৪টি রুম ভাড়া নিয়ে থাকতেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলাম । অগ্নিকাণ্ডে এই ৮টি রুম পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পাশের দোকানের লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে আত্মচিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মূহর্তেই আগুন বাসাটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে আসে। প্রায় দেড় ঘন্টা অব্যাহত চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন>>>নারায়ণগঞ্জে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় ভয়াবহ আগুন

কুমিল্লাহ বেকারির সত্বাধিকারি দিন মোহাম্মদ জানান, তার গোডাউনে থাকা সয়াবিন তেল,চিনি, ময়দা, ঘি, পলিথিন ,বেকিং পাউডার সহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।

মেসার্স শিশির ট্রেডার্স এর মালিক শিশির জানান, তার গোডাউনে বিভিন্ন কোম্পানির কনজুমার প্রোডাক্ট আইটেমের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্বাআলো/আরবিএ