যশোর: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আগামী ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানকে নির্বাচিত করতে হবে। এজন্য আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে পাড়ায় মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের সার্বিক উন্নয়নের চিত্র ভোটারদের কাছে তুলে ধরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে মণিরামপুর পৌর নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শান্তি ও স্বস্তির জন্য নৌকায় ভোট দিন: মুক্তিযোদ্ধা মিলন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, উপজেলার চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, নেহালপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি রুহুল আমিন, ভোজগাতি ইউনিয়ন আওয়া মীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
আগামী ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বাআলো/এসএ