যশোর: যশোরে ছাত্রলীগের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকালে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বরসহ বিভিন্ন এলাকায় এই মাস্ক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
নানা আয়োজনে যশোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতায় থাকার যুগ পূর্তি উপলক্ষে যশোরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন।
বুধবার জোহর বাদ শহরের রেলগেট জামে মসজিদ, তেতুলতলা জামে মসজিদ, উপশহর জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রলীগ।
পরে বঙ্গবন্ধু মুর্যাল থেকে মাস্ক বিতরণ শুরু করা হয়। তারপর দড়াটানা, জজ কোট মোড়, বড়বাজার, চিত্রামোড়সহ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহাবুব আলম বিদ্যুৎ, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস, এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু, ছাত্রলীগনেতা জাকির হোসেন জুম্মান, মফিজুর রহমান স্বাধীন, শফিকুল ইসলাম শফিক, মারুফ ইসলাম, শামীম আহমেদ প্রমুখ।
স্বাআলো/এসএ