শীতে যত আনন্দ
পৌষ এলো, মাঘ আসবে, যাবে শীত দিয়ে
শীতের কাঁপন শুরু শুধু হাওয়া দিয়ে
চারিদিকে ফুল আর প্রজাপতি যত
মনোরম শোভা দেখায় সুন্দর কত।
পৌষ মাসে পৌষালা আর চড়ুইভাতি
কচি চোখে ঘুম নেই, মহা মাতামাতি
শেষ হলে বর্ষার যত কলতান
হিমের পরশে নদী গায় কুলুতান।
দু-পারের সাথে যেন প্রেম প্রেম খেলা
দু-জনকেই ভালোবাসি এসো এই বেলা
ও পাড়ার চাটুজ্যেরা যাচ্ছে পুরীতে
আমাকেও যেতে দিও ওনাদের সাথে।
মৌসুমি ফুলে ফুলে ভরে গেছে চারিদিক
ডালিয়া, জিনিয়া, আর গাঁদা রবে ঠিক
ফুলকপি, বাঁধাকপি,আর মটরের শুঁটি
রেঁধে দিও বৌ’মা সরষেতে পুঁটি।
পিঠেপুলি পায়েসের মহা সমাগম
খেজুরের গুড় চাই, চাই চমচম
সরস্বতী পূজোটাও জমে মহা শীতে
গোটা-সেদ্ধ পর্ব হয় শীতলা-ষষ্ঠীতে।
গ্ৰীষ্মে ভ্যাপসা গরম, বর্ষায় দুর্ভোগ
শীত বুড়ি শীত এনো, করি উপভোগ
রোদ্দুরে বসে বসে আড্ডাটা জমে
নভেম্বরে পড়াশোনার চাপটাও কমে।
দাদী আর দাদারা সব মুখে নিয়ে পান
টিভি সিরিয়ালের সবে করে জয়গান
পৌষলক্ষ্মীর পূজো হয়,মেলা কত শত
শীত এলে আনন্দের ঢেউ আসে যত
এসো পৌষ, যেও না, এই বলি সবে
শীত এলে তবেই তো এনজয় হবে।
শীত শুধু মেঘ মল্লার
শীত শুধু মেঘ মল্লার
উত্তাপ ছিল না রোদে
ছিল না গন্ধ বাতাসে
বারে বারে কেন সে আসে পৃথিবীতে
শুধু ছিল ব্যাথা ভরা ফাগুন
ছিল শুধু নেশা ভরা রাত
শুধু শুধু মেঘ ভরা কথা
আর ছিল আধারে শব্দ
ছিল না তাতে কোনো ভাষা
লজ্জ্ব, লজ্জ্বা আর লজ্জ্বা
দু ‘মেরু বুঝি হবে এক
কুমেরুর কুহু কুহু ডাক
সুমেরুর শুধু অনুরাগ
দু ‘মেরুর দু’ স্বভাবে
ঘটে যাবে কত কিছু নিরবে
এই আকাশ এই মাটিতে
এই প্রেম ভালবাসাবাসিতে।
রাম প্রসাদ কুন্ডু, লেখক ও হোমিওপ্যাথিক ডাক্তার